‘প্রবীণ সম্মাননা ২০২২’

October 1, 2022 at 2:54 PM

প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অবদান রাখায় বেসকারী স্বেচ্ছাসেবী সংস্থা প্রত্যাশীকে জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে প্রবীণ সম্মাননা পদক ২০২২ প্রদান করা হয়েছে। প্রত্যাশীর পক্ষে নির্বাহী পরিচালক জনাব মনোয়ারা বেগম প্রধান অতিথি জনাব মোঃ আশরাফ উদ্দিন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম এর হাত থেকে সম্মাননা পদক গ্রহণ করেন। এসময় প্রধান অতিথি নির্বাহী পরিচালককে উত্তরীয় পরিয়ে দেন।
১লা অক্টোবর’২০২২, ৩২ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয় আলোচনা সভা ও প্রবীণ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে। চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনাব মোঃ আশরাফ উদ্দিন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ও মুখ্য আলোচক হিসেবে ছিলেন জনাব কাজী নাজিমুল ইসলাম, পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম।

Prottyashi

Prottyashi as a non-governmental organization started its journey in 1983 and since then it has completed a journey of 39 years with an experience of working in various sectors.

Get In Touch

903/A, Omar Ali Matobbar Road (Near Bahardar Bari) Chandgaon,
Chittagong-4212, Bangladesh

88-031-658222, 2550506

info@prottyashi.org

Opening Hours:

Sat–thu, 10AM – 5PM

Friday: Closed

© Prottyashi. All Rights Reserved. Developed by Alchemy Software Limited